লক্ষ্য-করা-যাচ্ছে-যে-মাধ্যমিক-ও-উচ্চ-শিক্ষা-অধিদপ্তরের-স্মারক-ব্যবহার-পূর্বক-অফিস-আদেশ-শিরোনামে-অত্র-অধিদপ্তরের-কয়েকজন-কর্মকর্তা--কর্মচারীর-ভুয়া-সীল-ও-জাল-স্বাক্ষর-ব্যবহার-করে-সংখ্যালঘু-সম্প্রদায়-তফসিলী-হিন্দু-ইত্যাদি-উপবৃত্তি-মঞ্জুরির-ভুয়া-আদেশ-জারি-করা-হয়েছে।-এ-মর্মে-প্রয়োজনে-অত্র-অধিদপ্তরে-যোগাযোগ-পূর্বক-নিশ্চিত-না-হয়ে-কোন-প্রকার-বিল-প্রস্তুত-দাখিল-উত্তোলন-ও-লেনদেন-না-করার-জন্য-সংশিষ্ট-শিক্ষা-প্রতিষ্ঠান-প্রধান-ও-জেলা-উপজেলা-হিসাবরক্ষণ-কর্মকর্তাকে-অনুরোধ-করা-হলো।
Wellcome to National Portal



Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ জুলাই ২০১৮
নোটিশ

লক্ষ্য করা যাচ্ছে যে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের স্মারক ব্যবহার পূর্বক "অফিস আদেশ" শিরোনামে অত্র অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা/ কর্মচারীর ভুয়া সীল ও জাল স্বাক্ষর ব্যবহার করে সংখ্যালঘু সম্প্রদায়, তফসিলী (হিন্দু) ইত্যাদি উপবৃত্তি মঞ্জুরির "ভুয়া আদেশ" জারি করা হয়েছে। এ মর্মে প্রয়োজনে অত্র অধিদপ্তরে যোগাযোগ পূর্বক নিশ্চিত না হয়ে কোন প্রকার বিল প্রস্তুত, দাখিল, উত্তোলন ও লেনদেন না করার জন্য সংশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও জেলা/উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাকে অনুরোধ করা হলো।

Notice.pdf Notice.pdf